মানিকগঞ্জের শিবালয় উপজেলায় দশম শ্রেণির এক শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার অভিযোগে পাঁচজন যুবককে স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। ঘটনাটি ঘটেছে রবিবার বিকেলে তেওতা ইউনিয়নের বটতলা মোড়ে।
আটকরা হলেন- সাতুরিয়া গ্রামের পান্নুর ছেলে ইমরান শেখ (২৩), একই গ্রামের আলী চানের ছেলে আশিক (২৪), চর ধুবুলিয়া বিষ খাঁর ছেলে ইয়াছিন শেখ (২২) এবং ভাঙ্গা বাড়ি গ্রামের আজাহার আলীর ছেলে ফরিদ শেখ (২০)।
প্রতিবেশী সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে কোচিং শেষে ষষ্ঠ ঘরের শিক্ষার্থী তেওতা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী সহপাঠীর সঙ্গে বাড়ি ফিরছিল। পথিমধ্যে তেওতা ইউনিয়নের বটতলা মোড়ে প্রি-ক্যাডেট স্কুলের সামনে পৌঁছালে বখাটেরা তাদের গতিরোধ করে। ওই সময় তারা শিক্ষার্থীর শরীরের ওড়না ও হাত ধরে টানাটানি করে মাটিতে ফেলে এবং কু-প্রস্তাব দেয়।
এই সময় শিক্ষার্থীদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করে এবং বখাটেদের স্থানীয়ভাবে আটক করে। পরে পুলিশে খবর দিলে থানার একটি টিম ঘটনাস্থল থেকে তাদের হেফাজতে নেয়।
বিষয়টি নিশ্চিত করে, শিবালয় থানার এসআই সুমন চক্রবর্তী জানান, আটকদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।