মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাদিকুল ইসলাম সোহা (৩৭) কে গ্রেফতার করেছে পুলিশ। ১৯ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে জেলা শহরের এলজিইডি অফিসের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
থানা সূত্রে জানা যায়, মানিকগঞ্জ থানার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। দীর্ঘদিন ধরে মামলার প্রধান আসামি হিসেবে তিনি পলাতক ছিলেন।
মানিকগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, জুলাই-আগস্ট মাসের গণঅভ্যুত্থানের পর থেকেই সোহা আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে শহরের এলজিইডি অফিসের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষ করে দ্রুততম সময়ের মধ্যে সাদিকুল ইসলাম সোহাকে আদালতে সোপর্দ করা হবে।