চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিসর্জনের দিন নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা নিশ্চিতে চাঁপাইনবাবগঞ্জে গঠন করা হয়েছে বিশেষ মেডিকেল টিম। ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল, চাঁপাইনবাবগঞ্জ থেকে সোমবার (৩০ সেপ্টেম্বর ২০২৫) এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ মেডিকেল টিম গঠন করা হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, আগামী ২ অক্টোবর/২৫ হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার বিসর্জন অনুষ্ঠিত হবে।
এদিন সম্ভাব্য যে কোনো দুর্ঘটনা বা স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় জেলা হাসপাতালের জরুরি বিভাগ ও অপারেশন থিয়েটার সর্বদা প্রস্তুত থাকবে। এ লক্ষ্যে ১৩ সদস্য বিশিষ্ট একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে।
টিমে রয়েছেন, ডা. মোহা: ইস্রাফিল ইসলাম জুনিয়র কনসালটেন্ট (সার্জারি), ডা. এইচ.এম. মামুন, রেসিডেন্ট ফিজিসিয়ান/রেসিডেন্ট সার্জন, ডা. মোসাঃ আমেনা খাতুন, রেসিডেন্ট ফিজিসিয়ান/গাইনী, ডা. এ.বি. আল-মেহেদি, সহকারী রেজিস্ট্রার (অ্যানেসথেসিয়া), ডা. মোঃ শামসুল আলম, ইমারজেন্সি মেডিকেল অফিসার, ডা. মোহাঃ মমরেজুল ইসলাম, সহকারী রেজিস্ট্রার, চারজন সিনিয়র স্টাফ নার্স, একজন ড্রাইভার, দুইজন ওয়ার্ড বয়।
হাসপাতালের তত্ত্বাবধায়ক স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনে জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট দপ্তরে অনুলিপি পাঠানো হয়েছে। এছাড়া, স্টোরকিপারকে মেডিকেল টিমের জন্য প্রয়োজনীয় ঔষধ ও সরঞ্জাম সরবরাহ নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, দুর্গাপূজার বিসর্জনকে কেন্দ্র করে প্রতিবছর বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। তাই নিরাপত্তা ও জরুরি চিকিৎসা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা ও সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ।