চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ৪০ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। তবে এঘটনায় কেউ গ্রেফতার হয়নি। অভিযানের বিষয়টি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায় মাদক কারবারীরা।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৭ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১০টার দিকে সদর মডেল থানার মহারাজপুর এলাকায় এই অভিযান চালানো হয়। জেলা পুলিশের এক প্রেসনোটে বুধবার জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের এসআই (নিরস্ত্র) হরেন্দ্রনাথ দেবদাশ, এস. আই মোঃ সোহায়বুর রহমান, এ.এস.আই মোঃ ফারুক হোসেন, এ.এস.আই মোঃ সামিউর রহমান ও এ.এস.আই মোঃ আমিনুল ইসলাম সদর মডেল থানা এলাকায় ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধারে দায়িত্ব পালন করছিলো।
মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে সদর উপজেলার মহারাজপুর এলাকায় অবস্থান কালে গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারে, ঢাকা মেট্রো-ট-২০- ৫২৪১ নম্বরের একটি ট্রাকে গাঁজা নিয়ে চাঁপাইনবাবগঞ্জ শহর হতে শিবগঞ্জের দিকে যাচ্ছে চোরাকার-বারীরা। এসময় হরেন্দ্রনাথ দেবদাশ সঙ্গীয় অফিসারসহ অত্র সদর মডেল থানাধীন মহারাজপুর ইউনিয়নের লালাপাড়া মোড় নামক স্থানে চেকপোষ্ট বসায়।
চেকপোষ্ট করাকালে একই তারিখ রাত্রি অনুমান সাড়ে ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ শহর হতে আসা ঢাকা মেট্রো-ট-২০- ৫২৪১ নম্বরের ট্রাকটি থামানোর জন্য সংকেত দিলে চালক উক্ত স্থানের নিকটবর্তী রাস্তায় ট্রাকটি থামিয়ে ট্রাক চালক ও হেলপার কৌশলে ট্রাক ফেলে পালিয়ে যায়।
স্থানীয় লোকজনের উপস্থিতিতে ট্রাকটি তল্লাশীকালে ট্রাকের পিছনে বডির পাটাতনের উপর থাকা একটি নীল রংয়ের পলিথিনে ঢাকা অবস্থায় দুইটি সাদা প্লাষ্টিকের বস্তার ভিতরে কসটেপ দ্বারা মোড়ানো বিশেষ কায়দায় রাখা ১০ টি গাঁজার প্যাকেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ৪ কেজি করে সর্বমোট ৪০ কেজি উদ্ধার হয়। এঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।