মানিকগঞ্জের সাটুরিয়ার গাজীখালিতে বাঁশের সাঁকো থেকে পিছলে পড়ে ইয়াসিন মাহমুদ মুরাদ (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে।
ইয়াসিন মাহমুদ মুরাদ সাটুরিয়া সদর ইউনিয়নের বৈলতলা গ্রামের মো. জাহাঙ্গীর আলমের ছেলে।
জানা গেছে, বৈলতলা মুকদমপাড়া হাফিজিয়া মাদরাসা থেকে বাড়ি এসে ইয়াসিন মাহমুদ মুরাদ খেলতে বাইরে যায়। খেলার এক পর্যায়ে বাড়ির পেছনের গাজিখালী নদীর বাঁশের সাঁকোতে গেলে, হঠাৎ পিছলে নদীতে পড়ে তলিয়ে যায়। বিকেল গড়িয়ে সন্ধ্যা ঘনালেও পরিবার ও আশপাশের লোকজন খোঁজাখুঁজি করেও তাকে পায়নি।
পরদিন (২৮ অক্টোবর) সকাল ৬টার দিকে স্থানীয় বাসিন্দা খোরশেদ আলমনদীতে গেলে পানিতে ইয়াসিন মাহমুদ মুরাদের দেহ ভাসতে দেখতে পান। তিনি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে লাশটি উদ্ধার করে।