জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “৩০০ আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি- এনসিপি। যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অগ্রনী ভূমিকা রেখেছে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াসহ তাদের আসনে ছাড় দেওয়া হবে।”
বুধবার (৫ নভেম্বর) সকালে নারায়ণগঞ্জের গোদনাইলে প্রয়াত জুলাই যোদ্ধা গাজী সালাহউদ্দিন উদ্দিনের পরিবারের সাথে দেখা করতে গিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “বর্তমানে রাজনীতিতে পেশীশক্তি, কালো টাকার মালিক, স্থানীয়ভাবে যারা গডফাদারগিরি করে তারা নির্বাচনে দাঁড়ায়- সেই অপসংস্কৃতি চ্যালেঞ্জ করতে চাই। যারা খেটে খাওয়া মানুষ, সাধারণ মানুষের পাশে থাকে, এমন ব্যক্তিকে আমরা জাতীয় সংসদে জনপ্রতিনিধি হিসেবে দেখতে চাই।”
একটি সমঝোতা বা জোটগত রাজনৈতিক আদর্শিক জায়গা থেকে হতে পারে বলেও মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতা আল আমিন, আহমেদুর রহমান তনুসহ আরো অনেকে।