ঝিনাইদহে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। আজ ৫ই নভেম্বর বুধবার সকাল ৬টার দিকে চুয়াডাঙ্গা – ঝিনাইদহ সড়কের বৈডাঙ্গা নামক স্থানে এঘটনা ঘটে। নিহত আবু বকর কল্লল (২৮) চুয়াডাঙ্গা সদর উপজেলার বদরগঞ্জ বাজার দশমাইল এলাকার জীবনা গ্রামের মীর কাশেম আলীর ছেলে।
এলাকার মিষ্টভাষী ছেলে কল্লল দীর্ঘ বছর ধরে নসিমন গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করতো বলে জানায় এলাকাবাসি। জানা গেছে, মাছ বহন করার উদ্দেশ্যে কল্লল তার নসিমন গাড়ি নিয়ে বুধবার সকাল ৬টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গার দিকে রওয়ানা হয়।
পথিমধ্যে চুয়াডাঙ্গা ঝিনাইদহ সড়কের বৈডাঙ্গা নামক স্থানে পৌছালে পিকাপের ধাক্কায় ও চাপায় নসিমন ড্রাইভার কল্ললের ঘটনাস্থলেই সে নিহত হয়। পরে স্থানীয়রা কল্ললের মোবাইল ফোনের ডাইল করা নাম্বারে কল দিয়ে বদরগঞ্জ বাজার দশমাইলের বিশিষ্ট মৎস্য ব্যাবসায়ি জনৈক সোহাগকে ঘটনা জানায়।
সোহাগ থেকে খবর পেয়ে নসিমন ড্রাইভার কল্ললের পরিবার ঘটনাস্থলে পৌছায়। সেসময় ঝিনাইদহ সদর থানা কল্ললকে উদ্ধার করে ঝিনাইদহ মর্গে প্রেরণ করে।
পরে কল্ললের সুরতহাল শেষে জীবনা গ্রামের পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়।এঘটনায় কল্ললের অকাল মৃতু্্যুতে শোকাক্রান্ত পরিবারের পাশে দাড়িয়েছেন স্থানীয় বিএনপি নেতা মহিউদ্দিন খাঁজা।