মানিকগঞ্জ সাটুরিয়া উপজেলার তিল্লী ইউনিয়নের বাউল শিল্পী মহারাজ আবুল সরকারকে গতকাল বৃহস্পতিবার গ্রেফতার করেছে ডিবি পুলিশ। তার বিরুদ্ধে ইসলাম ধর্ম ও মহান আল্লাহকে নিয়ে অবমাননাকর মন্তব্য প্রদানের অভিযোগ রয়েছে।
জানা যায়, গত ৪ নভেম্বর মানিকগঞ্জের ঘিওর উপজেলার ‘জাবরা খালা’ পাগলীর মেলায় গান পরিবেশনকালে তিনি ইসলাম ধর্ম ও মহান আল্লাহকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেন। সেই সময় আল্লাহ তা‘লা পৃথিবীতে সর্ব প্রথম কি সৃষ্টি করেছেন তা নিয়ে জনমনে বিভ্রান্তিমূলক বক্তব্য দেন। এতে ক্ষিপ্ত হয়ে, ঘিওর বন্দর মসজিদের ইমাম মুফতি মোঃ আব্দুল্লাহ বাদী হয়ে মামলা দায়ের করেন।

এই মামলার অভিযোগের ভিত্তিতে ডিবি পুলিশ গতকাল বৃহস্পতিবার সকালে মাদারীপুর থেকে তাঁকে আটক করে বলে জানান ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কহিনুর ইসলাম।
তিনি বলেন, ‘বাউল শিল্পী আবুল সরকার গান পরিবেশনকালে আল্লাহ তায়ালা ও ইসলাম সম্পর্কে বিভ্রান্তিমূলক কথা বলেছেন বলে মামলায় অভিযোগ রয়েছে।
মহারাজ আবুল সরকারকে আটকের পর বিকেলে মানিকগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে আদালত তাঁকে জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, মহারাজ আবুল সরকার ‘বাংলাদেশ বাউল সমিতির’ সভাপতি ও একজন খ্যাতমান বাউল শিল্পী হিসাবে দেশ-বিদেশে সু-পরিচিত।