মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার পানাইজুরী গ্রামে আনছার উদ্দিন (৬৫) নামে এক ব্যক্তির লাশ বাড়ীর পাশের খাল থেকে উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে পথচারীরা খালের পানিতে লাশ ভাসতে দেখে। পরে স্থানীয়রা লাশ শনাক্ত নিহতের করে পরিবারকে খবর দেয়।
নিহত আনছার উদ্দিনের ছেলে মোনোয়ার হোসেন বলেন, আমার বাবার কোনো শত্রু ছিল না। তিনি খুব ভালো মানুষ ছিলেন।
এ ব্যাপারে ইউপি সদস্য আ. মালেক বলেন, আনছার উদ্দিন মৃগী রোগে আক্রান্ত ছিলেন। কিন্তু তার এই অনাকাঙ্ক্ষিত মৃত্যু তদন্তের দাবি রাখে।
এ বিষয়ে সাটুরিয়া থানার ওসি এআরএম আল মামুন বলেন, ৯৯৯ থেকে ফোন পেয়ে আমরা লাশ উদ্ধারের খবর পাই। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সুরতহাল রিপোর্ট পাওয়া মাত্রই আইন অনুয়ায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।