মানিকগঞ্জের সাটুরিয়ায় শিক্ষকের বিরুদ্ধে সাংবাদিককে গালিগালাজ ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত শিক্ষকের নাম জুয়েল শিকদার। তিনি অত্র উপজেলার ‘বেংরোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বলে জানা গেছে।
অভিযোগকারী দৈনিক মানবকণ্ঠের মাল্টিমিডিয়া রিপোর্টার স্বপন রানা জানান, শিক্ষকদের ক্লাসে ফেরার প্রজ্ঞাপন নিয়ে গত ৬ ডিসেম্বর আমি আমার নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট করি। সেই পোস্টকে কেন্দ্র শিক্ষক জুয়েল শিকদার আমার ব্যক্তিগত নম্বরে ফোন দিয়ে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং মেসেঞ্জারে কল দিয়ে পোস্টটি ডিলিট করার জন্য চাপ দেন এবং আমাকে বিভিন্ন ধরনের হুমকি-ধমকি প্রদান করেন।
এর কিছুক্ষণ পরই তিনি আমাকে উদ্দেশ্য করে ফেসবুকে একটি আপত্তিজনক পোষ্ট করেন।

এমতাবস্থায় আমি নিজেকে নিরাপদ মনে করছি না বিধায় থানায় একটি সাধারণ ডায়েরি করেছি এবং আগামীকাল মামলা করবো।”
এ ব্যাপারে অভিযুক্ত শিক্ষক জুয়েল শিকদার জানান, স্বপন রানা ব্যক্তিগত ভাবে আমার পরিচিত। সে আমরা ছোট ভাইয়ের মত। হাসি-তামাশার চলে অসতকর্তাবসতঃ পোষ্টিটি করা হয়েছে। এই ব্যাপারে আমি সত্যিকার অর্থেই লজ্জিত ও অনুতপ্ত।
শিক্ষকের এমন অশ্রাব স্ট্যাটাসে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শিক্ষা সংশ্লিষ্টদের মতে, একজন শিক্ষকের এমন আচরণ শুধু শৃঙ্খলাভঙ্গই নয়; শিক্ষকের মর্যাদা ও সামাজিক দায়িত্ববোধকেও প্রশ্নবিদ্ধ করেছে।