ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনটি রাজনৈতিক দল নতুন প্ল্যাটফর্ম গঠন করেছে। যার নাম ‘গণতান্ত্রিক সংস্কার জোট’। জোটটিতে রয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং এবি পার্টি।
আজ রোববার (৭ ডিসেম্বর) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এই নতুন জোটের ঘোষণা দেন।
নাহিদ ইসলাম বলেন, “এটি কেবল নির্বাচনি জোট নয়, একটি রাজনৈতিক জোট। গণ-অভ্যুত্থানকে বাঁচিয়ে রাখতে এবং দীর্ঘমেয়াদি সংস্কার প্রক্রিয়া ধরে রাখতে আমরা একত্র হয়েছি।”
তিনি আরও জানান, আরও কয়েকটি রাজনৈতিক শক্তি ও সংগঠনের সঙ্গে জোটে অন্তর্ভুক্তির বিষয়ে আলোচনা চলছে।
তিনি বলেন, নির্বাচনের পর সংস্কার প্রক্রিয়া চলমান থাকবে কিনা, এ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। তাই টেকসই সংস্কারের লক্ষ্যে এই জোট গঠিত হয়েছে।
এ সময় তিনি সতর্ক করে বলেন, “গায়ের জোরে নির্বাচন কিংবা ধর্মের নামে বিভ্রান্ত করার কোনো প্রচেষ্টাই সফল হবে না।”