আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ‘পাতানো’ হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে জাতীয় পার্টি (জাপা)। তবে এই আশঙ্কার মধ্যেও জিএম কাদেরের নেতৃত্বাধীন দলটি ৩০০ আসনের সবগুলোতেই প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) থেকে জাপা মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে। এদিন সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে জাপার কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান দলটির মহাসচিব শামীম পাটোয়ারী।
তিনি বলেন, আমরা আশঙ্কা করছি একটি পাতানো নির্বাচন হতে পারে। ইলেকশন ইঞ্জিনিয়ারিং, ভোটের পর ভোট কিংবা মিডিয়া ভোট—কোনো আশঙ্কাই উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
তবে এসব শঙ্কা সত্ত্বেও জাপা আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি।
শামীম পাটোয়ারী বলেন, আমরা একটি ভোটমুখী দল। আমাদের নেতাকর্মীরা ভোট করতে আগ্রহী।