সারাদেশ যখন শরিফ ওসমান বিন হাদির মৃত্যুতে শোকাহত, সরকার হাদির মৃত্যুতে একদিনের রাষ্ট্রীয় শোকে মর্মাহত; সেখানে মানিকগঞ্জ জেলাধীন সাটুরিয়া উপজেলার জনৈক এক ব্যক্তি হাদির হত্যাকারীকে বাহুবা দিয়ে ফেসবুকে ষ্ট্যাটাস দিয়েছেন।
দুস্কৃতিকারীরা হাদিকে গুলি করার পরপরই তিনি তার ফেসবুক পেইজে দুস্কৃতিকারীদের প্রসংশা করে লেখেন-`বাপের বেটা’। পিনাকি ভট্টাচার্য নামের একটি ফেসবুক পেইজ বিষয়টি ইন্ডিকেট করলেও এই বিষয়ে সাটুরিয়া উপজেলা প্রশাসন ও থানা পুলিশের কোন তৎপরতা লক্ষ্য করা যায়নি।
খোজঁ নিয়ে জানাগেছে, ফেসবুকে ষ্ট্যাটাস দেওয়া উক্ত ব্যক্তির নাম সুভাস রাজবংশী। তিনি নিষিদ্ধ ঘোষিত যুবলীগের একজন কর্মী। তাকে বিভিন্ন সময় পলাতক স্বৈরাচার সরকারের সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপনের সাথে ঘনিষ্ট অবস্থায় দেখা –গেছে।

এই ব্যাপারে জাতীয় নাগরিক পার্টি- সাটুরিয়া উপজেলার প্রধান সমুন্বয়কারী জনাব নজরুল ইসলাম বলেন, সাটুরিয়াতে আওয়ামীলীগের অনেক কর্মীরাই এখন স্বাবাবিক জীবন যাপন করছেন। যারা বিগত সময়ে কোন প্রকার অপরাধের সাথে জড়িত নয় তাদের ব্যাপারে আমাদের কোন মন্তব্য নেই।
কিন্তু সুভাষ রাজবংশীর মতো স্বৈরাচারের দুসরা সুযোগ পেলেই যে কোন সময় অঘটন ঘটাতে পারে। ২৪শের জুলাই যুদ্ধারা তাদের হাতে নিরাপধ নয়। তা্ই ব্যাপারে সাটুরিয়া উপজেলা প্রশাসন ও থানা পুলিশের আরো বেশী কার্যকারী ভূমিকা আশা করছি।