মানিকগঞ্জ-৩ আসন (সাটুরিয়া-মানিকগঞ্জ) এর সর্বস্তরের সম্মানিত ভোটারদের জাতীয় নাগরিক পার্টি- সাটুরিয়া উপজেলা শাথার পক্ষ থেকে সালাম ও অভিনন্দন। সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে রাষ্ট্রীয় কাঠামো মেরামত ও জুলাই বিপ্লবের আদর্শকে বাস্তবায়িত এবং একটি কল্যাণমুখী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি- দেশ ও জাতির স্বার্থে বৃহত্তরও ঐক্য গড়ে তুলার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোটে যোগ করেছে এবং আপনাদের সমর্থন ও সহযোগিতা কামনা করছে।
দেশ পরিচালনায় বিগত সরকার গুলোর ব্যর্থতা আর লুটপাটের ধারাবাহিকতা বন্ধ, এবং একটি সমতা ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কাঠামো গড়ে তুলার লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি প্রতিশ্রুতিবদ্ধ। আপনারা বিগত সরকারের শাসনামল গুলো দেখেছেন-, কি ভাবে দেশের জনগন কে ধোঁকা দিয়ে রাজনৈতিক ব্যানারে প্রতিপক্ষকে হত্যা, গুম ও মামলা দিয়ে নিশ্চিহৃ করার চেষ্টা করা হয়েছে।
দলীয় ছত্র-ছায়ায় সন্ত্রাস, লুটপাট, ও চাদাঁবাজী করা হয়েছে। তরুন ও যুব সমাজকে ক্ষমতার লোভ দেখিয়ে ভ্রান্ত পথে পরিচালিত করা হয়েছে। যা ছিল আধুনিক রাষ্ট্রীয় ব্যবস্থা বিরুধী একটি অন্যায্য শাসন ব্যবস্থা।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোট একটি সমতা ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গড়ে তুলার লক্ষ্য নিয়ে গঠিত। বহুমাত্রীক প্রতিশ্রুতির বাংলাদেশে ১০ দলীয় জোটের এই প্রতিশ্রুতি একটি ‘মানবিক ও পরমাত্মী ‘ ভাবনা যা আপনারা ইতিমধ্যেই তাদের কাজ-কর্মে প্রমান পেয়েছেন।
তাই, সত্য ও সুন্দরের পথে- পুরাতন রাষ্ট্রীয় ব্যবস্থার পরির্বতন এবং একটি কল্যাণমূখী রাষ্ট্র কায়েম করতে জাতীয় নাগরিক পার্টি-সাটুরিয়া উপজেলা শাখা- ১০ দলীয় জোটে আপনার মূল্যবান ভোট ও সমর্থন প্রত্যশা করে।
মনে রাখবেন, সামনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শুধু সরকার পরির্বতনের ভোট নয়, এটি রাষ্ট্রীয় কাঠামো পরিবর্তনের সুবর্ণ সুযোগ। আপনার একটি ভোটই পারে-অধঃ শতাব্দী ধরে চলমান সকল অন্যায়-অবিচারে সমাপ্তি ঘটাতে। জুলাইয়ের শত শহীদের রক্ত ও হাজারো পুঙ্গ মানুষের চেয়ে থাকা মনের আশা পুরন করতে। সন্তান হারা মা-বাবার আত্ম-চিৎকারে সান্ত্বনার বানি দিতে। আপনার নাগরিক অধিকার, সমতা ও ন্যায্য হিস্যা-চিনিয়ে আনতে।