ঠাকুরগাঁও ১ আসনে মনোনয়ন পত্র দাখিল করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার দুপুরে দলীয় কার্যালয় থেকে রিকশায় চড়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ইশরাত ফারজানার কাছে মনোনয়ন দাখিল করেন তিনি।
মনোনয়ন দাখিলের পূর্বে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এক আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সকল ধর্মের মানুষদের নিয়ে আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই। অনেকেই বিভেদ সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে। বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছে। কিন্তু আমরা অতিতেও কোন বিভেদ করিনি আর সামনেও করবোনা।
এসময় তিনি আরো বলেন, দুর্ভাগ্যবশত গত ১৫ বছরে বিভাজনের রাজনীতি করা হয়েছে। বিভক্ত করার চেষ্টা করা হয়েছে। আমরা সেই জায়গা থেকে উঠে আসতে চাই। একটি গনতান্ত্রিক রাষ্ট্র গঠন করতে চাই।
মনোনয়ন দাখিলের পর নিজের ও ধানের শীষের জন্যে ভোট চেয়ে মির্জা ফখরুল বলেন, দীর্ঘদিন পর আমরা ভোটের অধিকার ফিরে পেয়েছি। এবারের নির্বাচনটি খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন। এ নির্বাচন বোধয় আমার শেষ নির্বাচন।
নির্বাচনী আচরণ বিধিমালা পালন করে এসময় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ ৫ জন নেতা কমী উপস্থিত ছিলেন।