ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে মানিকগঞ্জ-৩ (সাটুরিয়া-মানিকগঞ্জ সদর) আসনে ১২জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন।
আজ সোমবার (২৯ শে ডিসেম্বর) বাংলাদেশে জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনিত প্রার্থী আফরোজা খান রিতা দুপুর পনে একটায় মানিকগঞ্জ জেলা প্রশাসক ও জেলা রির্টানিং কর্মকর্তা নাজমুন আরা সুলতানার কাছে মনোনয়নপত্র জমা দেন।
এই সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্ববায়ক কমিটির সদস্য ও জেলা আদালতের সরকারী কৌঁসলি (পিপি) এ্যাডভোকেট নূর তাজ আলম বাহার ও এ্যাডভোকেট মোকসেদুর রহমান।

বাংলাদেশে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটি শূরা ও ঢাকা উত্তর অঞ্চল টিমের সদস্য এবং ১০ দলীয় জোটের জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ দেলওয়ার হোসাইন বিকেল ৪টায় সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।
এ সময় তাঁ সঙ্গে উপস্থিত ছিলেন জেলার আমির মাওলানা মো: কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা মো: নূরুল ইসলাম, সাটুরিয়া উপজেলা শাখার আমির মো: আবু সাইদ (বিএসসি) প্রমূখ।
মনোনয়ন দাখিলকারী অন্যান্য প্রার্থীরা হলেন- মফিজুল ইসলাম খান কামাল-স্বতন্ত্র, আতাউর রহমান আতা-স্বতন্ত্র, মুহাম্মদ সাঈদ নূর- খেলাফত মজলিস, রফিকুল ইসলাম খান- স্বতন্ত্র, মুহাম্মদ সাঈদ নূর- খেলাফত মজলিস, মোঃ শাহজাহান আলী-বাংলাদেশ জাসদ, মোঃ ফারুক হোসেন- স্বতন্ত্র, মোহাম্মদ রফিকুল ইসলাম-এবি পার্টি, মোয়াজ্জেম হোসেন খান মজলিশ-জাতীয় পার্টি (জেপি), সামসুদ্দিন- ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং আবুল বাশার বাদশা-জাতীয় পার্টি।