গুজব, মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন সংক্রান্ত অভিযোগ গ্রহণের জন্য একটি বিশেষ হটলাইন চালু করেছে সরকার। সোমবার (৫ জানুয়ারি) প্রধান উপদেষ্টার অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে জানানো হয়, জাতীয়, ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে গুজব, মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন সংক্রান্ত যেকোনো অভিযোগ জানাতে হটলাইন নম্বর ০১৩০৮৩৩২৫৯২-এ যোগাযোগ করা যাবে।
এ ছাড়া অভিযোগ জানানোর জন্য notify@ncsa.gov.bd ই-মেইল ঠিকানাও চালু করা হয়েছে। সংশ্লিষ্ট বিষয়ে প্রাপ্ত অভিযোগ যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।