ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন। স্থানীয় সময় শনিবার রাতে ভেনেজুয়েলার আদালত এই আদেশ দেন। এর মাধ্যমে আপাতত ভেনেজুয়েলার রাষ্ট্রক্ষমতায় অন্তর্বর্তী নেতৃত্বের ব্যবস্থা কার্যকর হলো।
শপথের কয়েক ঘণ্টা আগে নিউইয়র্কের একটি আদালতে হাজির হয়ে মাদুরো নিজেকে নির্দোষ দাবি করেন। তিনি বলেন, তিনি এখনও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট এবং নিজেকে ‘অপহৃত’ ও ‘যুদ্ধবন্দী’ হিসেবে উল্লেখ করেন।
মাদুরোর বিরুদ্ধে মাদক পাচার ও সন্ত্রাসবাদের চারটি অভিযোগ আনা হয়েছে।শপথের পর দেলসি রদ্রিগেজ মাদুরো ও তার স্ত্রীকে আটকের ঘটনাকে ‘অপহরণ’ বলে অভিহিত করেন।
তিনি বলেন, অবৈধ সামরিক আগ্রাসনের বেদনা নিয়েই তিনি দায়িত্ব নিচ্ছেন এবং দেশের শান্তি ও অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় কাজ করবেন।