আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জ-৩নং আসনের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মানিকগঞ্জ জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করে দৃষ্টি আকর্ষণ করেছেন জেলা জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ।
মঙ্গলবার সকালে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার কার্যালয়ে অনুষ্ঠিত সাক্ষাতে নির্বাচনী এলাকার সার্বিক নিরাপত্তা, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের বিষয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে জামায়াত নেতৃবৃন্দ মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় স্বতন্ত্র প্রার্থীর আতাউর রহমান আতার ওপর সংঘটিত ঘটনার বিষয়টি জেলা প্রশাসকের সামনে উপস্থাপন করেন এবং ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন।
জামায়াত নেতৃবৃন্দ জানান, তারা একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের সঙ্গে সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত রয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ ৩ নং আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ঢাকা উত্তর অঞ্চল সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা দেলওয়ার হোসাইন, জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অ্যাডভোকেট আনোয়ার হোসেন, সদর থানা আমির মো. ফজলুল হক,সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সালাহ উদ্দিন এবং সহ-সম্পাদক অ্যাডভোকেট জামাল উদ্দিন।
জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং সকল রাজনৈতিক দলের সহযোগিতায় একটি শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করা সম্ভব হবে।