পতিত স্বৈরাচারের অনুসারীরা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট ভণ্ডুলের চেষ্টা করতে পারে বলে সর্তক করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার প্রধান উপদেষ্টা ইউরোপীয় প্রতিনিধিদলের প্রধান পর্যবেক্ষকের সঙ্গে সাক্ষাৎকালে এ কথা বলেন।
পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব তথ্য জানান।
পতিত স্বৈরাচারের অনুসারীরা আসন্ন নির্বাচনে ভোট ভণ্ডুলের চেষ্টা করতে পারে। তবে আইনশৃঙ্খলা বাহিনী যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে।
রোববার প্রধান উপদেষ্টা ইউরোপীয় প্রতিনিধিদলের প্রধান পর্যবেক্ষকের সঙ্গে সাক্ষাৎকালে এ কথা বলেন।
পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব তথ্য জানান।
প্রেস সচিব শফিকুল আলম বলেন, “প্রধান উপদেষ্টা পর্যবেক্ষকদের জানিয়েছেন যে, নারী ও তরুণদের মধ্যে ভোটের ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। তিনি আশা প্রকাশ করেছেন যে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতি খুব ভালো হবে।”