তোমার শহর ছেড়ে দিয়েছি
ভুলে গিয়েছি, বাতাসের গন্ধ
-মিতালী মৃদতায়,
পাশে থাকার আনন্দ।।
ছিল, অমৃত সাধ
কাঁটাতে দিবস-রাত-
অতি চুপিসারে-
তোমার নগ্ন বুকেঁ।।
হারিয়ে ফেলেছি পথ
যা ছিল চির-চেনা,
স্বরণে কৃতার্থতা,
শোধিতে দায় -দেনা।
অকারণ, বাড়ছে বাতুলতা!
আজ, দেউরী ধারায়,
চুপি-চুপি কানাঘোষা
-পাড়ায় পাড়ায়।
এ নাকি প্রেম রোগ ?
নাই যার সুখ-দুখ!
অকারণে বিলাপ হাসিঁ
চিরন্তন ছেড়ে, কল্পনা ভালবাসি !