স্টাফ রিপোর্টার : মানিকগঞ্জ–৩নং (সাটুরিয়া–সদর) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী পরিবর্তনের দাবি তুলেছেন স্থানীয় জনগণ ও তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা। প্রার্থী ঘোষণার পর থেকেই এলাকায় ব্যাপক আলোচনা ও অসন্তোষ দেখা দিয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মানিকগঞ্জ–৩ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী শাহ মোহাম্মদ সাঈদ নূরকে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। তবে এই ঘোষণার পরপরই নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়, যা পরবর্তীতে অসন্তোষে রূপ নেয়।
এলাকাবাসীর অভিযোগ, বর্তমান প্রার্থী এলাকায় তেমন পরিচিত নন এবং দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ে সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত না থাকায় সাধারণ ভোটারদের আস্থা অর্জনে ব্যর্থ হচ্ছেন। ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জোটের জন্য এটি ঝুঁকিপূর্ণ হতে পারে বলে মনে করছেন তারা।
স্থানীয় ভোটার ও নেতাকর্মীরা বলছেন, “আমরা এমন একজন প্রার্থী চাই, যিনি দীর্ঘদিন ধরে এলাকায় রাজনীতি করছেন, মানুষের সুখ–দুঃখে পাশে থেকেছেন এবং সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য।” এ প্রেক্ষাপটে তারা জামায়াতে ইসলামীর নেতা মাওলানা দেলওয়ার হোসেনকে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়ার দাবি জানান।
তৃণমূল নেতাকর্মীদের মতে, মাওলানা দেলোয়ার হোসেন এলাকায় সুপরিচিত ও সাংগঠনিকভাবে শক্ত অবস্থানে রয়েছেন। তাঁকে প্রার্থী করা হলে জোটের ভোটব্যাংক আরও সুসংহত হবে এবং নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা জোরদার হবে।
এ বিষয়ে ১১ দলীয় জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে স্থানীয় পর্যায়ের এই ক্ষোভ ও দাবি দ্রুত আমলে না নিলে নির্বাচনী রাজনীতিতে এর প্রভাব পড়তে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।