আধিপত্যবাদী স্বৈরাচার আওয়ামীলীগ সরকারের কঠিণ সময় গুলোতে আমাদের রজ্জব আলী বিদেশের মাটিতে ছিলো। মাঝে মধ্যে সেখান থেকে ফোনে আমার এবং এলাকার মানুষের নানাবিদ খোজঁ-খবর নিতো। রজ্জব আলী আমার সম-সাময়িক না হলেও তার সাথে আমার সম্পর্ক ছিল ব্যক্তিক যা বয়সের ফ্রেমে বাধাঁর নয়। সে প্রায়ই বলতো-ভাই বিদেশে আমি তেমন ভালো করতে পারছিনা। দেশে এসে কিছু করতে চাই।
অবশেষে সকল দ্বিধা-দ্বন্দ্ব উপেক্ষা করে, রজ্জব আলী অনেক আশা নিয়ে (আওয়ামী লীগ সরকারের শেষ বছরে) চাচিতারা গ্রামে (নিজ গ্রাম) এসেছিলো। সে লেখা-পড়া কম জানলোও, সামাজিক অনেক বিষয়ে-ই তার সরল-মানবিক চিন্তা ছিলো চোখে পড়ার মতো; যা আজ-কাল শিক্ষিত সমাজের মধ্যেও অনুপস্থিত। গ্রামে এসে, দাতেঁ দাতঁ চেপে রজ্জব আলী আওয়ামী পাতি-নেতারদের নানাবিদ বৈরিতা সহ্য করতো। সহন-শীল, রজ্জব আলী ব্যক্তিগত ভাবে বিএনপি দলের একনিষ্ঠ ভক্ত ছিল। তার অকুন্ঠ ধারনা ছিল বিএনপি সরকার গঠণ করলেই সব সমস্য সমাধান হয়ে যাবে।
জুলাই বিপ্লবে, ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামীলীগ সরকারের পতন হলে-অঘোষিত ক্ষমতার মালিক বনে গেল বিএনপি। কিন্তু রজ্জব আলীদের কল্পনা, কল্পনাই থেকে গেল। রাজনৈতিক হাত বদলে শুধু নতুন চাদাঁবাজদের দৌরাত্বই বৃদ্ধি পেল। তদুপরি, বিএনপি দলের প্রতি তার অফুরন্ত ভালবাসার গারতি হলো না।
চারিদিকের বৈরী আবহাওয়ার মধ্যে-অনেক দৌঁড়-ঝাঁপ করে রজ্জব আলী শেষ-অব্দি ২নং দিঘলীয় ইউনিয়ন কৃষকদলের ‘সভাপতি’ নির্বাচিত হলো। কিন্তু রাজনীতি করতে গেলে যে, সকল চামচামী গুণ থাকা দরকার তা রজ্জব আলীর ছিল না। তাই শেষ পযর্ন্ত রজ্জব আলী রাজনীতি ধারাসূত্রকে দূরে ঠেলে আবার বিদেশ যাবার মনস্থ্য করলো।
গত ১৬ জানুয়ারী সকালবেলা আমাদের প্রিয় রজ্জব আলী এসো বলল, ভাই বিদেশ চলে যাচ্ছি। আমি কৌতুহল করেই বললাম কেবল রাজনীতিতে প্রবেশ করলা, এখন-ই বিদেশে কেন? রজ্জব আলীর উত্তর ছিল, ভাই রাজনীতি গরীবের জন্য নয়। রাজনীতি চাদাঁবাজদের দখলে চলে গেছে। এখন নেতা-নেতৃত্ব টাকা হলেই কিনতে পাওয়া যায়। এগুলো আমার কাজ না। তার চেয়ে বরং বিদেশে গিয়ে গায়ে খেটে-বৌও-বাচ্চাদের বাঁচার একটা উপায় বের করি।
১৭ই জানুয়ারী ২নং দিঘলীয়া ইউনিয়ন (সাটুরিয়া-মানিকগঞ্জ) কৃষকদলের সভাপতি রজ্জব আলী সৌদি আরবের উদ্দেশ্য চাচিতারা গ্রাম ছেড়েছে। রজ্জব আলী যাবার আগে ২নং দিঘলীয়া ইউনিয়ন কৃষকদলের সকল সদস্য ও নেতৃবৃন্দদের শুভেচ্ছা ও আন্তরিক ভালবাসার কথা জানিয়ে গেছে।
স্নেহের রজ্জব আলীর প্রতি দিঘলীয়াবাসীর পক্ষ থেকে আমাদের শুভ-কামনা রইল। রজ্জব আলীর ভবিষ্যৎ উজ্বল হোক, চিরাচরিৎ রাজনীতির উর্ব্ধে উঠুক তার দেশপ্রেম ও মনস-মানবিকতা এই প্রত্যাশা আমাদের সকলের।