হয়তো তুমি ভুলে গেছ, হয়তো মনে নেই-
আমি কিন্তু আমিই আছি সেই তোমারি সেই।
একটু না হয় খুঁজে দেখ, তোমার আশেপাশে
অনুভুতিতে আছি কাছে স্মৃতির ভেলায় ভেঁসে।
তোমার আমার যত্নে গড়া অজান্তের স্মৃতি
নিরবে আসে দু’চোখে ভাসে, জানায় আকুতি।
মন পাতালের গহ্বরে চড়ি হতাশার সিঁড়ি
ধরতে গিয়ে তোমার হাত শূন্য হাতে ফিরি।
সবি আছে তেমনও এখনও, শুধু তুমি নেই
আমি কিন্তু আমিই আছি সেই তোমারি সেই।