টাঙ্গাইলের ভূঞাপুরে বিএনপির এক নেতার বিরুদ্ধে জুয়ার বোর্ড পরি-চালনাসহ জমির মালিককে হুমকির দেওয়ার অভিযোগ উঠেছে। বিএনপির এই নেতার নাম লাল মাহমুদ খান ওরফে লাল খাঁ। তিনি পৌর বিএনপির যুগ্ম সম্পাদক।
উল্লেখ্র যে, সম্প্রতি জমির মালিককে হুমকি ও জুয়া আসরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।দীর্ঘদিন ধরে যমুনা নদী সংলগ্ন ভূঞাপুর উপজেলার তেঘুরী এলাকায় জুয়া খেলা চলছে। ওই এলাকার মিল্টনের জমিতে জুয়ার আসর বসে।
ভূঞাপুর পৌরসভার বিএনপির যুগ্ম সম্পাদক লাল খাঁ এই জুয়া আসরের নিয়ন্ত্রণ করেন বলে অভিযোগ রয়েছে। নিরাপত্তা থাকায় এখানে উপজেলা ছাড়াও দেশের বিভিন্ন জায়গা থেকে জুয়াড়ুরা আসে।
এছাড়াও উপজেলার নিকরাইল ইউনিয়নের পুনর্বন (নেংরা) বাজারেও জুয়ার আসর চলে অভিযোগ রয়েছে। এলাকাবাসীর অভিযোগ এতে উপজেলায় প্রতিনিয়ত চুরি ও ডাকাতি বৃদ্ধি পেয়েছে।