মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় জাটকা বিক্রির দায়ে দুই মাছ বিক্রেতাকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে সাটুরিয়া মাছ বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. তানভীর আহমদ ও মৎস্য কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা।
জাটকা বিক্রির দায়ে উপজেলার বালিয়াটি ইউনিয়নের বাসিন্দা মো. সোহেল এবং মোশারফ হোসেনকে জরিমানা করা হয়।উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে পরিচালিত অভিযানে দুই মাছ বিক্রেতাকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন- ১৯৫০ অনুযায়ী পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।এ সময় ৯৫ কেজি জাটকা জব্দ করা হয়। পরে সেসব মাছ বিভিন্ন এতিমখানা ও অসহায়, দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা বলেন, দুইজনকে জরিমানা করা এবং তাদের কাছে থাকা তিন খাড়ি মাছ জব্দ করে এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমদ বলেন, ইলিশের উৎপাদন বৃদ্ধি ও জাটকা ইলিশ সংরক্ষণ করতে এ অভিযান পরিচালনা করা হয়।