লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা ছাত্র-দলের আহ্বায়ক রুবেল স্থানীয় ছাত্ররাজনীতিতে এক পরিচিত মুখ। দীর্ঘ-দিন ধরে রাজপথের লড়াই-সংগ্রামে সক্রিয় থেকে তিনি নেতা-কর্মীদের ভালোবাসা ও সমর্থন অর্জন করেছেন।
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রুবেল নানা নির্যাতনের শিকার হন। রাজনৈতিকভাবে দমন-পীড়নের অংশ হিসেবে তার বিরুদ্ধে একা-ধিক মিথ্যা মামলা দেওয়া হয় এবং তিনি কয়েকবার কারাবরণ করেন। কিন্তু প্রতিকূল পরিস্থিতিতেও তিনি দলীয় আদর্শ থেকে বিচ্যুত হননি। বরং নির্যাতন ও হয়রানির বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে লড়াই চালিয়ে গেছেন।
তার এই ত্যাগ ও সংগ্রামের জন্য স্থানীয় নেতাকর্মীদের মধ্যে তিনি এক-জন জনপ্রিয় নেতা হিসেবে স্বীকৃতি পেয়েছেন। বিশেষ করে ছাত্রদলের নেতাকর্মীদের কাছে তিনি একজন অনুপ্রেরণার উৎস।
রুবেল ইসলাম বলেন, “ছাত্রদলের আদর্শিক সংগ্রামে আমি সবসময় অবিচল থেকেছি। শত বাধা ও নির্যাতন আমাকে দুর্বল করতে পারেনি, বরং দল ও গণতন্ত্রের প্রতি আমার বিশ্বাস আরও দৃঢ় হয়েছে।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রুবেলের মতো সংগ্রামী নেতাদের হাত ধরেই আগামী দিনে জাতীয়তাবাদী ছাত্রদল আরও শক্তিশালী হয়েউঠবে। তার জনপ্রিয়তা ও রাজনৈতিক ভূমিকা আগামীতে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে মনে করছেন স্থানীয়রা।