বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৩৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাটপনিউজ২৪.কম-এ দেশব্যাপী জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। সরাসরি যোগাযোগ করুন -banglatopnews24@gmail.com. মোবাইল-০১৭৪৩৯৯৮৭৪১.

মানিকগঞ্জ জেলা বিএনপির পদ থেকে পদত্যাগ করলেন আতাউর রহমান আতা

মোহাম্মদ নজরুল ইসলাম
  • আপডেটের সময়: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৬৬ সময় দেখুন

মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য থেকে পদত্যাগ করেছেন আতাউর রহমান আতা। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে তিনি এ কথা জানান।

এর আগে ১ ফেব্রুয়ারি (শনিবার) বিএনপির কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ৭ সদস্যের আহ্ববায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে  আতাউর রহমান আতা বলেন, যিনি ছিলেন সভাপতি তিনিই এখন আহ্বায়ক। আমাকে ৩ নম্বর সদস্য করা হয়েছে যা আমার জন্য হেয়কর।

তিনি আরও বলেন, তারেক রহমানের নির্দেশে শুধু আমার নাম রাখা হয়েছে, এ ছাড়া সভাপতির লোকজন দিয়েই কমিটি অনুমোদন করা হয়েছে। দলের সবার চাইতে এখন আমি বয়োজ্যেষ্ঠ নেতা, যদি হই মান ইজ্জত নিয়েই হবো। এছাড়া এমন নেতা হওয়ার দরকার নেই।

আতা অভিযোগ করে বলেন, নবগঠিত কমিটির সদস্য গোলাম আবেদীন কায়সার দীর্ঘ ১৫ বছর দেশের বাইরে ছিলেন। ১৫ বছর পর তাকে দেশে এনে আহ্বায়ক কমিটির মেম্বার বানানো হয়েছে।

আতাউর রহমান আতা

তিনি আরও বলেন, খন্দকার দেলোয়ার হোসেন তৎকালীন সময় দলকে বাঁচিয়ে রেখেছিলেন। তার ছেলে বাবলুকে কমিটিতে রাখা হয় নাই।বিএনপির সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান শান্ত তাকেও কমিটিতে রাখা হলো না।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পা-দক ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত, সাবেক সহ-সভাপতি খন্দকার আকবর হোসেন বাবল, সাবেক সহ-সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি জামিলুর রশিদ খান প্রমুখ।

 

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর...
© All rights reserved © ২০২৫ বাংলা টপ নিউজ ২৪
ESAITBD Sof-Lab UAE/BD