চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ চোরাচালান বিরোধী অভিযানে জেলার মাসুদপুর ও শিংনগর সীমান্ত থেকে অবৈধ ও চোরাচালানকৃত ভারতীয় মোবাইল উদ্ধার করেছে চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা।
৫৩ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মনির-উজ-জামান, পিএসসি বিষয়ের সত্যতা নিশ্চিত করে এক প্রেসনোটে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ১৫ জানুয়ারি বিকেল ৩টা ও সন্ধ্যা ৬টার দিকে মাসুদপুর এবং শিংনগর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে।
অভিযানে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার রামনাথপুর এবং পন্ডিতপাড়া এলাকা থেকে লুকিয়ে রাখা অবৈধ ও চোরাচালানকৃত সর্বমোট ৪১টি ভারতীয় মোবাইল উদ্ধার করে। উদ্ধারকৃত মোবাইল চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে।