চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ পুলিশি বাধা ছাড়া ১৬ বছর পর বাংলা-দেশ ইসলামী ছাত্র শিবিরের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে চাঁপাই নবাবগঞ্জ শহর ছাত্রশিবির। শহর শাখা ছাত্রশিবিরের আয়োজনে
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় চাঁপাইনবাবগঞ্জ পৌর পার্ক থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ ঘুরে শান্তি মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করে।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ শহর শাখা ছাত্র-শিবিরের সভাপতি মোঃ আব্দুল আজিজ, ছাত্রশিবিরের সাবেক সভাপতি এ্যাড. মোঃ গোলাম মোস্তফা, মোঃ এনায়েত উল্লাহ, শহর ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলীসহ অন্যরা।
এসময় বক্তারা বলেন, আমাদের লক্ষ্য সৎ, দক্ষ ও আদর্শিক নাগরিক তৈরির মাধ্যমে জাতির প্রত্যাশা পূরণ। এ লক্ষ্য পূরণে মহান আল্লাহ তায়ালার প্রতি অবিচল আস্থা ও বিশ্বাস, সীমাহীন ত্যাগ, সর্বোচ্চ ধৈর্য এবং গঠনমূলক কাজের মাধ্যমে ছাত্র শিবিরের লক্ষাধিক জনশক্তি এগিয়ে চলছে। সময়ের ব্যবধানে ছাত্রশিবির আজ দেশে সর্ববৃহৎ সুশৃঙ্খল ছাত্র সংগঠনে পরিণত হয়েছে।
সীমাহীন প্রতিকূলতার মাঝেও আমাদের অবস্থানও সৃদুঢ়। পথচলার পরতে পরতে আমাদের ত্যাগ ও কুরবানির দৃষ্টান্ত জাতির নিকট দৃশ্য-মান। হাজারো প্রতিকূলতা, বিপত্তি ও হতাশার মাঝেও আমাদের দৃঢ় পথচলা ও গঠনমূলক কাজ অব্যাহত ছিল।
ফলে ছাত্রশিবির তরুণদের মাঝে জাহেলিয়াতের ফিতনায় জর্জরিত সমাজ পরিবর্তনের স্বপ্ন তৈরি করতে সক্ষম হয়েছে।
যে স্বপ্ন ইতোমধ্যে ছড়িয়ে গেছে দেশের সকল শ্রেণি-পেশার মানুষের মাঝেও। ফলে শত বাধা সত্ত্বেও ছাত্রশিবির আজ লাখো ছাত্রের প্রিয় ঠিকানা।