চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ কনকনে হাওয়া আর শীতের প্রকোপে চাঁপাইনবাবগঞ্জ জেলার ৫ শতাধিক প্রবীণদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।
জেলা প্রশাসন, ‘এরফান গ্রুপ’ ও প্রবীণ হিতৈষী সংঘের যৌথ সহায়তায় বুধবার সকালে জেলা শহরের শহীদ সাটু হল মার্কেটের ৩য় তলায় নিজস্ব অফিস চত্বরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রবীন হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠানের আয়োজনে
কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ।
বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাছমিনা খাতুন, এরফান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সিআইপি মোঃ মাহবুব আলম রাজু।
সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রবীন হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতি-ষ্ঠানের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ নজরুল ইসলাম। কম্বল বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংঘের সম্পাদক প্রকৌশলী মোহাঃ আফসার আলী।
এসময় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রবীন হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠানের যুগ্ম সম্পাদক অব. সহ-অধ্যাপক মোঃ মনিরুল ইসলাম, কোষাধ্যক্ষ মোঃ বই উদ্দিনসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রবীন হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠানে প্রায় ১১শত প্রবীণ সদস্য রয়েছেন।
স্বাগত বক্তব্যে সংঘের সম্পাদক মোহাঃ আফসার আলী বলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রবীন হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠানটি দীর্ঘদিন থেকে শহীদ সাটু হলের ৩য় তলায় একটি ছোট ঘর নিয়ে কোন রকমে চলছে। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যাপক আতাউর রহমানের সহায়তায় পাওয়া ৩য় তলায় অফিস হওয়ায় প্রবীণদের আসা-যাওয়ায় চরম কষ্ট হচ্ছে।
সিঁড়ি বেয়ে তিন তলায় উঠে অফিস কার্যক্রম চালাতে নানা সমস্যা হলেও আলাদা স্থানে কোন অফিসের ব্যবস্থা করতে পারেনি প্রবীন হিতৈষী সংঘ জেলা শাখা। তাই
জেলা প্রশাসকের কাছে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রবীন হিতৈষী সংঘের জন্য একটি অফিস নির্মাণের জমি বন্দোবস্তের জোর দাবী জানান।
সাধারণ সম্পাদকের দাবীর সাথে একাত্মতা প্রকাশ করেন উপস্থিত শত শত প্রবীন হিতৈষী সংঘের সদস্যরা। এছাড়াও জেলার শীর্ষ ব্যবসা প্রতিষ্ঠান ‘এরফান গ্রুপ’ এর ব্যবস্থাপনা পরিচালকের কাছেও চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রবীন হিতৈষী সংঘের অফিস নির্মানের জন্য আর্থিক সহায়তা কামনা করেন সংঘের সম্পাদক।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রবীন হিতৈষী সংঘের কম্বল বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ বলেন, প্রবীনগণ আমাদের অনুকরনীয় অনুসরনীয়। প্রবীনদের কাছ থেকেই আমরা অনেক কিছু শিখেছি এবং আগামীতেও শিখবো।
আমরা অবশ্যই প্রবীণদের চাহিদাগুলোর গুরুত্ব দেব। জেলায় প্রবীণদের একটি অফি-সের জন্য সরকারী খাস জায়গা বন্দোবস্তের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আশা-বাদ ব্যক্ত করেন জেলা প্রশাসক। তিনি আগামীতেও প্রবীণদের জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদানেরও আশ্বাস দেন।
অন্যদিকে, এরফান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সিআইপি মোঃ মাহবুব আলম রাজু বলেন,‘এরফান গ্রুপ’ এর প্রয়াত ব্যবস্থাপনা পরিচালক মোঃ এরফান আলী সমাজের অসহায় দুঃস্থ মানুষের পাশে ছিলেন, আগামীতেও তাঁর গড়া প্রতিষ্ঠান ‘এরফান গ্রুপ’ ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও সমাজের অসহায়দের পাশে থাকবে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রবীন হিতৈষী সংঘের কম্বল বিতরণ অনুষ্ঠানে মোঃ মাহবুব আলম জেলায় প্রবীণদের একটি অফিস নির্মানের জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তারও আশ্বাস প্রদান করেন।
শেষে ‘এরফান গ্রুপ’ এর প্রয়াত ব্যবস্থাপনা পরিচালক মোঃ এরফান আলীসহ চাঁপাই নবাবগঞ্জ জেলা প্রবীন হিতৈষী সংঘের প্রয়াত সদস্যদের রুহের মাগফেতার কামনা করে বিশেষ দোয়া করা হয়।