মানিকগঞ্জের সিংগাইরে পিস্তলসহ এক যুবকে গ্রেফতার করে পুলিশে সোর্পদ করেছে স্থানীয় জনতা। যুবকের নাম মো. বাবু মিয়া (৩৫)। রোববার (৯ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে উপজেলার জামির্ত্তা ইউ-নিয়নের চন্দননগর এলাকা থেকে তাকে আটক করা হয়। বাবু মিয়া উপজেলার জামির্ত্তা ইউনিয়নের বকচর গ্রামের মো. জামাল উদ্দিনের ছেলে।
স্থানীয় বাসিন্দা সোহরাব হোসেন বলেন, চন্দননগর এলাকার আমার বাড়িতে রাত ৪টার দিকে আসামী গরু চুরি করতে গেলে আমি দেখে ফেলি। এক পর্যায়ে পালাতে গেলে লোকজন এসে আটক করেন। এই সময় তার কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়। তার দলের অন্য এক সদস্য পালিয়ে যান।
এ বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, আসামীকে স্থানীয় জনতা থানা পুলিশের হাতে সোপর্দ করেছে। মামলার প্রস্তুতি চলছে। উদ্ধারকৃত অস্ত্রটির ভিতরে ম্যাগাজিন লক হয়ে আছে।