চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ ‘এসো দেশ বদলায়-পৃথিবী বদলায়’ স্লোগানে চাঁপাইনবাবগঞ্জে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ করা হয়েছে।
সকল সদস্য, জেলা কৃষি ঋণ কমিটির অংশ গ্রহনে জেলা প্রশাসন ও লিড ব্যাংক (অগ্রহণী ব্যাংক পিএলসি)’র আয়োজনে বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে চাঁপাইনবাবগঞ্জ মুক্ত মঞ্চে কৃষকদের মাঝে কৃষি ঋণের চেক তুলে দেওয়া হয়।
কৃষি ঋণ বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মোঃ আক্তার জামীল। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক রাজশাহী শাখার উপ-পরিচালক মোঃ রবিউল ইসলাম।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাকিব হাসান তরফদার, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ তাছমিনা খাতুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আঞ্জুমান সুলতানা, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ডি.জি.এম শওকত শহীদুল ইসলাম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন অগ্রহণী ব্যাংক চাঁপাই নবাবগঞ্জ জোনাল অফিসের প্রিন্সিপাল অফিসার মোঃ নাজির হাসান। এসময় অগ্রণী ব্যাংকের অঞ্চল প্রধান মোঃ রফিকুল ইসলাম ৩৫টি ব্যাংকের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
৩৫টি ব্যাংকের আর্থিক সহায়তায় অগ্রণী ব্যাংক পিএসসি’র ১১লক্ষ টাকাসহ প্রায় ৪০ লক্ষ টাকার কৃষি ঋণের চেক ৬১জন কৃষকদের মাঝে তুলে দেন অতিথিগণ।