মানিকগঞ্জের সাটুরিয়ায় স্ত্রীর সঙ্গে অভিমান করে ফাঁসিতে ঝুলে শরিফ মিয়া (৩৫) নামে এক যুবকের আত্মহত্যার খবর পাওয়া গেছে। রবিবার ( ১৬ জানুয়ারি) সকালে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার চর পাচুটিয়া গ্রামে।
নিহত শরিফ মিয়া সাটুরিয়া উপজেলার তিল্লী ইউনিয়নের চরপাচুটিয়া গ্রামের হযরত মন্ডলের ছেলে। তিনি সৌদি প্রবাসী। গত ২৪ জানুয়ারি তিনি দেশে আসেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, স্ত্রীর সঙ্গে তার পারিবারিক কলহ চলছিল। ঘটনার দিন শনিবার রাতে স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটি হয়। পরে রাত ৩টার দিকে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি।
ভোররাতে স্ত্রীর চিৎকারে আশেপাশের লোক এসে দেখে শরিফের লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলছে। পরে পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
জানা যায়, শরিফ মিয়ার সঙ্গে আট বছর আগে রুনা আক্তারের (২৫) বিয়ে হয়। বিয়ের পর কাজের জন্য সৌদী আরব যান শরীফ মিয়া। গত ২৪ জানুয়ারি সৌদি থেকে ছুটিতে বাড়ি আসেন তিনি। তাদের পাঁচ বছরের একটি কন্যা সন্তান রয়েছে।