বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির আন্দোলনের মুখে বাগেরহাটের মোংলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া শারমিনকে বদলি করা হয়েছে। মোংলা থেকে প্রত্যাহার করে তাকে খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। একই সাথে শারমিন আক্তার সুমি নামের নতুন এক কর্মকর্তাকে মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে।
খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সিনিয়র সহকারি কমিশনার এস এম মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক আদেশ এই বদলীর নির্দেশ দেয় হয়েছে। মোংলার ইউএনও আফিয়া শারমিনকে প্রত্যাহার করে নেয়ায় খবরে আজ সোমবার সকালে মিষ্টি বিতরণ করেছে আন্দোলনরত বিএনপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির নেতাকর্মীরা।
বাগেরহাটের মোংলায় আওয়ামী লীগের চার ইউপি চেয়ারম্যানকে নিয়ে গোপন সভা করার অভিযোগে বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া শারমিনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে পৌর বিএনপি। পরে তারা দ্রুত এই ইউএনও’র দ্রুত প্রত্যাহার দাবী করে আল্টি-মেটাম দেয়।