শনিবার, ০১ মার্চ ২০২৫, ১০:৩৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাটপনিউজ২৪.কম-এ দেশব্যাপী জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। সরাসরি যোগাযোগ করুন -banglatopnews24@gmail.com. মোবাইল-০১৭৪৩৯৯৮৭৪১.

২৪ ঘন্টায় ক্লু-লেস মামলার রহস্য উদঘাটন, ৪ আসামী গ্রেফতার 

রিপোর্টার নাম
  • আপডেটের সময়: সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৮৬ সময় দেখুন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ চাঁপাইনবাবগঞ্জে অটোচালক পলাশ হত্যাকান্ডের ২৪ ঘন্টার মধ্যে ক্লু-লেস মামলার রহস্য উদঘাটন করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। ঘটনার পর থেকেই পলাশ হত্যাকান্ডের রহস্য উদঘাটনে নামে ডিবি পুলিশ।

অটোচালক পলাশ হত্যায় ক্লিন মিশনে জড়িত-দুইজনসহ গ্রেফতার করা হয় ৪ জনকে। উদ্ধার করা হয় অটোবাইক এর সকল যন্ত্রাংশ। বিষয়টি পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিং এ সোমবার (১৭ ফেব্রুয়ারী) নিশ্চিত করেন পুলিশ সুপার মোঃ রেজাউল করিম বিপিএম সেবা।

গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ঝিলিম ইউনিয়নের আতাহির নয়ানগর সরকারি সার গোডাউনের দক্ষিণ পার্শ্বে চাঁপাই-আমনুরাগামী পাঁকা রাস্তার ধারে একটি সরিষা ক্ষেতে অটো রিক্সা চালক ‘পলাশ’ হত্যা মামলায় সরাসরি জড়িত ২ (দুই) জন আসামীসহ ০৪ (চার) জন আসামী গ্রেফতার হয়েছে।

তাদের স্বীকারোক্তিতে অটো রিক্সা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ ব্যাপারে সোমবার দুপুরে পুলিশ সুপার মোঃ রেজাউল করিম বিপিএম সেবা প্রেস ব্রিফিং করেছেন। পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এই ব্রিফিং করেন পুলিশ সুপার। এসময় বিভিন্ন প্রিন্ট ওইলেক্ট্রনিক মিডিয়া কর্মীরা উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার বলেন, পুলিশ সুপার মোঃ রেজাউল করিম বিপিএম এর সার্বিক দিক নির্দেশনা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ শাহিন আকন্দ এর নেতৃত্বে যৌথ টিমের অফিসার ও ফোর্স সম্মিলিত একটি চৌকস টিম বিভিন্ন তথ্য উপাত্তের সহায়তায় গত ১৫/০২/২০২৫ দিবাগত রাত্রে দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে মামলা হওয়ার ২৪ ঘন্টার মধ্যে উক্ত ঘটনায় কিলিং মিশনে সরাসরি অংশ গ্রহণকারী আসামী মোঃ রকি (৩২) ও মোঃ জনি (২৪) কে গ্রেফতার করে পুলিশ। নিহত পলাশের ব্যবহৃত ব্যাটারী চালিত অটো রিক্সা (দোলনাগাড়ী) টি খন্ডিত অংশসমূহ উদ্ধার করা হয়েছে।

জেলা পুলিশ সুপরের কার্যালয়ে সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং এর মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার মোঃ রেজাউল করিম বিপিএম-সেবা হত্যাকান্ডের ঘটনা ও আসামীদের গ্রেফতার বিবরন তুলে ধরেন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইয়াসির আরাফাত, সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রইস উদ্দীন, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ শাহীন আকন্দসহ অন্যান্য কর্মকর্তা।

গ্রেফতার কৃত আসামীরা হচ্ছে, পলাশ হত্যার সাথে সরাসরি কিলিং মিশনে জড়িত রাজশাহী জেলার তানোর থানার কলমা এলাকার মোঃ একরামুল হকের ছেলে মোঃ রকি (৩২) ও মতিহার থানা কাজলা এলাকার মোঃ রফিকুল ইসলামের ছেলে মোঃ জনি (২৪)।

গ্রেফতারকৃত আসামীদেরকে নিবিড়ভাবে পুলিশের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাদের দেয়া তথ্যমতে এবং পরবর্তীতে তার দেখানো মতে জেলা রাজশাহী হতে আসামী রাজশাহী জেলার তানোর থানার হাতি শাহিলপাড়ার মৃত ফয়জুদ্দিন মন্ডলের ছেলে মোঃ জুয়েল (৪০) একই থানার তালন্দা বাজার সমাসপুর মোড়স্থ নিরব ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক শপ হতে এবং নওগাঁ হতে আসামী নওগাঁ জেলার মান্দা থানার চৌবাড়ীয়া পশ্চিমপাড়ার আঃ রশিদ এর ছেলে মোঃ সানোয়ার হোসেন (২৪)।

অভিযানে এনএস টেডার্স নওগাঁ জেলার নিয়ামতপুর থানাধীন নাকোল মোড়স্থ ভাঙ্গারির দোকান হতে মৃত পলাশের ব্যবহৃত ব্যাটারী চালিত অটো রিক্সা (দোলনাগাড়ী) টি খন্ডিত অংশসমূহ উদ্ধারপূর্বক জব্দ করা হয়। উক্ত হত্যাকান্ডে জড়িত ও সংশ্লিষ্ট অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলেও জানানো হয় প্রেস ব্রিফিং এ।

পুলিশ সুপার আরোও জানান, পলাশ হত্যা মামলায় সরাসরি জড়িত ২ (দুই) জন আসামীসহ ০৪ (চার) জন আসামী গ্রেফতার এবং তাদের স্বীকারোক্তিতে অটো রিক্সা উদ্ধার সংক্রান্তে গত ১২/০২/২০২৫ খ্রিঃ তারিখ আনুমানিক সকাল ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কালীনগর গোদাইটোলার গরি হালদারের ছেলে শ্রী লাকফর এর ছোট ছেলে পলাশ আটো রিক্সা নিয়ে প্রতিদিনের মতো ভাড়ায় চালানোর জন্য চাঁপাইনবাবগঞ্জ শহরের উদ্দেশ্যে রওনা করে।

ঐদিন সন্ধ্যা অনুমান সোয়া ৭টার দিকে সদর মডেল থানাধীন ঝিলিম
ইউনিয়নের আমনুরা লক্ষিপুর মোড়ে তার ছেলে পলাশের দেখা হয়। ঐসময় পলাশের অটো রিক্সাতে অজ্ঞাতনামা ২৫/৩০ বছরের ২ (দুই) জন যাত্রী ছিল।

বাসী তার ছেলেকে জিজ্ঞাসা করলে সে জানায়, উক্ত ব্যক্তিরা যাত্রী হিসেবে নাচোল হতে চাঁপাইনবাবগঞ্জ শহরের উদ্দেশ্যে যাচ্ছে। পরবর্তী তে শিমুলতলা ভাড়া বাসা পৌঁছে ছেলে নিজ বাড়ীতে পৌঁছার বিষয়ে খোজ নেয়ার চেষ্টা করলে পলাশ এর ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পায়।

পলাশের পিতা তাৎক্ষণিক নিজ পরিবারের লোকজন সহ আত্মীয় স্বজনদের বাড়ীতে ছেলের খোঁজ শুরু করেন। কিন্ত কোথাও না পেয়ে পরবর্তীতে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি নিখোঁজ
জিডি করেন (জিডি নং-৭২৪, তারিখ-১৩/০২/২০২৫ খ্রিঃ) এবং খোঁজ খবর অব্যহত রাখেন।

একপর্যায়ে, ১৫ ফেব্রুয়ারী বেলা সাড়ে ১১টার দিকে লোক মুখে সংবাদ পান ঝিলিম ইউনিয়নের আতাহির নয়ানগর সরকারি সার গোডাউনের দক্ষিণ পার্শ্বে চাঁপাই হতে আমনুরাগামী পাঁকা রাস্তার ধারে সরিষা ক্ষেতে একজন ১৪/১৫ বছরের ছেলের লাশ পড়ে আছে। এমন সংবাদের ভিত্তি তে পলাশের পিতা তার পরিবারের লোকজন নিয়ে ঘটনাস্থলে এসে ছেলে পলাশের লাশ সনাক্ত করেন।

পলাশের পিতার ধারণা, ১২ ফেব্রুয়ারী সন্ধ্যা রাত অনুমান সাড়ে ৭টা থেকে ১৫ ফেব্রুয়ারী ভোর সাড়ে ৫টার মধ্যে কোন এক সময় অজ্ঞাত নামা আসামীরা তার ছেলে পলাশের গলায় মাফলার পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। হত্যার পর অটোরিকশাটি ভাঙারি ব্যবসায়ীর কাছে ৩৯ হাজার টাকায় বিক্রি করে দেন তারা।

এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করে পলাশের পিতা। অতপর উক্ত মামলার অজ্ঞাতনামা আসামীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা শাখা, চাঁপাইনবাবগঞ্জ ও সদর মডেল থানা যৌথভাবে জোর তৎপরতা শুরু করে।

প্রেক্ষিতে পুলিশ সুপার চাঁপাইনবাবগঞ্জ মোঃরেজাউল করিম বিপিএম-সেবা এর সার্বিক দিকনির্দেশনায় গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ শাহিন আকন্দ এর নেতৃত্বে যৌথ টিমের অফিসার ও ফোর্স সম্মিলিত একটি চৌকস টিম বিভিন্ন তথ্য উপাত্তের সহায়তায় ১৫ ফেব্রুয়ারী/২৫ দিবাগত রাত্রে দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে মামলা হওয়ার ২৪ ঘন্টার মধ্যে উক্ত ঘটনায় কিলিং মিশনে সরাসরি অংশগ্রহণ কারী আসামীসহ ৪জনকে গ্রেফতার করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর...
© All rights reserved © ২০২৫ বাংলা টপ নিউজ ২৪
ESAITBD Sof-Lab UAE/BD