মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৮:৪৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাটপনিউজ২৪.কম-এ দেশব্যাপী জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। সরাসরি যোগাযোগ করুন -banglatopnews24@gmail.com. মোবাইল-০১৭৪৩৯৯৮৭৪১.

সাটুরিয়ায় নাতির আঘাতে দাদির মৃত্যু !

আসাদ জামান
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১২৭ সময় দেখুন

মানিকগঞ্জের সাটুরিয়ায় নাতি ও নাতি বউয়ের ঝগড়া থামাতে গিয়ে নাতির লোহার হ্যান্ডেলের আঘাতে জাহানারা বেগম (৭০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় জসীম উদ্দিন (২৭) নামের ওই যুবককে আটক করেছে পুলিশ।

জানা যায়, আজ বৃহস্পতিবার (২০ ফ্রেরুয়ারি) বেলা ১১টায় সাটুরিয়া উপজেলার ভাসিয়ালী কৃষ্টপুর গ্রামে মৃত আলমগীরের ছেলে জসীম উদ্দিন ও তার স্ত্রী মুন্নী বেগম (১৯)-এর ঝগড়া হয়।

ঝগড়ার এক পর্যায়ে ট্রাক্টর মেশিনের লোহার হ্যান্ডেল দিয়ে স্ত্রীকে মারতে গেলে দাদি জাহানারা বেগম ফেরাতে আসেন।এ সময় তার দাদির মাথায় লাগলে তিনি তৎক্ষণাৎ মাটিতে লুটিয়ে পড়েন।

পরে চিৎকার-চেঁচামেচি শুনে এলাকাবাসী তাকে উদ্ধার করে মানিকগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন। ঢাকায় নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ খবর পেয়ে জসীমউদ্দিনকে বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে আসে।সাটুরিয়া থানা ওসি মো. শাহিনুল ইসলাম বলেন, ‘মৃত্যুর সংবাদ পেয়ে‌ সঙ্গে সঙ্গে জসিম উদ্দিন নামে একজনকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর...
© All rights reserved © ২০২৫ বাংলা টপ নিউজ ২৪
ESAITBD Sof-Lab UAE/BD