শনিবার, ০১ মার্চ ২০২৫, ১০:২১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাটপনিউজ২৪.কম-এ দেশব্যাপী জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। সরাসরি যোগাযোগ করুন -banglatopnews24@gmail.com. মোবাইল-০১৭৪৩৯৯৮৭৪১.

চাঁপাইনবাবগঞ্জে ড. মিজানুর রহমান আজহারীর ওয়াজ মাহফিল

রিপোর্টার নাম
  • আপডেটের সময়: শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৬২ সময় দেখুন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দেশ জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কোরআন মাহফিল (ওয়াজ মাহফিল) হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।

শনিবার (২২ ফেব্রুয়ারী) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার লালাপাড়া পার্শ্ববর্তী আম বাগানে এই মাহফিলে দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত পবিত্র কোরআন ও হাদিস থেকে বক্তব্য রাখেন ড. মিজানুর রহমান আজহারী।

.শনিবার সকাল থেকে বিভিন্ন বক্তা ওয়াজ করেন। মাহফিলের জন্য সুসজ্জিত মঞ্চ করা হয়েছে। ড. মিজানুর রহমান আজহারীর বক্তব্য শোনার জন্য শুক্রবার রাত থেকেই বিভিন্ন অঞ্চল ও জেলা থেকে ধর্মপ্রাণ মুসলমানরা মাহফিলে আসতে শুরু করেন। মাহফিলতে ঘিরে নেয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। রাস্তা ও মাহফিল স্থলে শৃঙ্খলা বজায় রাখতে কাজ করছেন অনেক স্বেচ্চাসেবীরা।

মাহফিলে আসা মানুষদের চিকিৎসা সেবা দেয়ার জন্য বিভিন্ন স্থানে ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয়েছে। ব্যবস্থা নেয়া হয় ঔষধ ও এম্বুলেন্স সেবারও। শুক্রবার রাত থেকেই মাঠে আসেন শত শত মুসল্লি। রাজশাহী, নওগাঁ, নাটোর, বগুড়া, জয়পুরহাট, গোমস্তাপুর, ভোলাহাটসহ বিভিন্ন এলাকার মানুষ মাঠে এসে বয়ান শোনার জন্য অপেক্ষা করেন।

এছাড়াও পার্শ্ববর্তী দেশ ভারত থেকেও অনেক মুসল্লি আসে। শনিবার (২২ ফেব্রুয়ারী) জাবালুন নুর ফাউন্ডেশন আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলে সভাপতিত্ব করেন জাবালুন নুর ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা আবুজার গিফারী। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন জাবালুন নুর ফাউন্ডেশনের উপদেষ্টা ও নবাবগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি মো. নূরুল ইসলাম বুলবুল।

মাহফিলে আরও তাফসীর পেশ করেন, চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ড. গিয়াস উদ্দিন তালুকদার ও বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের সেক্রেটারি জেনারেল হযরত মাওলানা মোহাম্মদ নুরুল আমিনসহ স্থানীয় ওলামাগণ। সকাল থেকে নাসিক ও গজল পরিবেশন করা হয়।

ড. মিজানুর রহমান আজহারী আসন্ন পবিত্র রমজান মাসে করণীয় ও বর্জনীয় নিয়ে আলোচনা করেন। সকাল থেকে জেলার বিভিন্ন স্থান থেকে পুরুষ ও নারীরা মাহফিলে এসেছেন ড. মিজানুর রহমানআজহারী কে সরাসরি দেখা ও ওয়াজ শোনার জন্য। শনিবার বাদ জোহর বেলা ৩ টার দিকে তিনি ঘোড়াস্ট্যান্ডের পাশের আম বাগান মাঠে বয়ান শুরু করেন। এ মাঠ ছাড়াও পুরুষদের জন্য ৩টি ও নারীদের জন্য ৪টি মাঠ প্রস্তুত করা হয়।

চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার মো. রেজাউল করিম বিপিএম সেবা বলেন, ড. মিজানুর রহমান আজহারীর মাহফিলে নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত ছিল পুলিশ বাহিনী। যানজট নিরসনে ট্রাফিক পুলিশ কাজ করেছেন এবং জননিরাপত্তায় জেলা পুলিশের পক্ষ থেকে প্রায় ৬৫০ জন পুলিশ সদস্য মোতায়েন ছিলো। জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কোরআন মাহফিলে কয়েক লক্ষ মুসল্লী উপস্থিত হন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর...
© All rights reserved © ২০২৫ বাংলা টপ নিউজ ২৪
ESAITBD Sof-Lab UAE/BD