চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ আমাদের দেশে বড় বড় ডিগ্রীধারী শিক্ষিত বেকারের সংখ্যা টা বাড়লেও যোগ্য জনশক্তি আমরা পাচ্ছিনা। ফলে বিভিন্ন সেক্টরে উপযুক্ত ভাবে কাজ করতে পারছে না আমাদের দেশের ডিগ্রীধারীরা। তাই বাধ্য হয়ে বিভিন্ন সেক্টরে বাইরে থেকে লোক এনে কাজ করাতে হচ্ছে আমাদের।
তাই শিক্ষা টা কে আমাদের মান সম্মত করতে হবে। চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ মন্তব্য করেন বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণ-শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার।
রবিবার দুপুরে জেলা প্রশাসক ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরোও বলেন, যোগ্য জনশক্তি করার জন্য প্রাইমারি শিক্ষায় জড়িত আমাদের উপজেলা পর্যায়ের প্রাথমিক শিক্ষা সদস্যরা এবং এর পাশাপাশি উপজেলা প্রশাসন সহ সংশ্লিষ্টদের সকলের কর্তব্য হচ্ছে প্রাথমিক শিক্ষাটাকে মানসম্মত করে গড়ে তোলা।
এসময় উপস্থিত ছিলেন, প্রাথমিক ও গণশিক্ষা বিভাগের প্রশিক্ষণ পরিচালক, জেলা প্রশাসক মোঃ আব্দুস সালাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী মোঃ আফাজ উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ আনিসুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাকিব হাসান তরফদার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ তরিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ তাছমিনা খাতুনসহ সকল উপজেলা নির্বাহী অফিসারগণ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জেছের আলীসহ জেলা ও উপজেলা শিক্ষা ও প্রশাসন বিভাগের বিভিন্ন সরকারী কর্মকর্তাগণ।