মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটী ইউনিয়নের ভাঙ্গাবাড়ী গ্রামের মোঃ আমির আলীর বাড়ীতে ২৪ ফ্রেরুয়ারী (সোমবার) রাতে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচী (সেলপ) এর আয়োজনে গণনাটক প্রদর্শনী করা হয়েছে। উক্ত নাটকে অংশগ্রহন করেন দিশারী গণ নাটক দল দিনবদলের ডাক নামে একটি গণনাটক প্রদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব সাটুরিয়ার সভাপতি এম নজরুল ইসলাম, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচী (সেলপ) মানিকগঞ্জ জেলা ব্যবস্থাপক তারা সাংমা,সাটুরিয়া ব্র্যাক শাখার হিসাব কর্মকর্তা আব্দুল হাই, উজ্জ্বল কুমার বিশ্বাস ও ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচী (সেলপ) সাটুরিয়া শাখার অফিসার শারমিন আক্তার পলি।
উক্ত গণনাটকে বাল্য বিয়ের প্রতিরোধে হট লাইন নম্বর ১০৯ এর ব্যবহার সম্পর্কে জনগণকে সচেতন করেন এবং ব্র্যাক লিগ্যাল এইড সম্পর্কে মানুষকে সচেতন করা হয়।
এছাড়া বাল্য বিয়ের শাস্তি সম্পর্কে মানুষকে অবগত করা হয়। ছেলে ও মেয়ের বিয়ের সর্বনিম্ন বয়স সম্পর্কে মানুষকে জানানো হয়। এতে বলা হয়েছে ছেলের বয়স ২১ ও মেয়ের ১৮ বছর সরকারী ভাবে নির্ধারণ করা হয়েছে।