শরীয়তপুর প্রতিনিধি ॥ ভেদরগঞ্জ উপজেলার ৪৫ নং পুটিজুড়ি মৌজায় সাজনপুর বাজার। বাজারের পূর্ব পাশ দিয়ে দক্ষিণ দিকে প্রবাহিত হয়েছে একটি খাল।
সেই খালের বড় অংশ দখল করে সাজনপুর বাজারের ব্যবসায়ীরা বহুতল ভবন ও পাকা করে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছে। সময়ের বিবর্তনে খালের প্রবাহ ঠিক রাখতে খনন কাজ শুরু হয়।
নির্ধারিত জায়গা থেকে পূর্বে সরে খাল খনন করায় ক্ষতির সম্মুখিন হয়েছে ব্যক্তি মালিকানা জমিসহ প্রায় ২০টি ব্যবসা প্রতিষ্ঠান। এমন অভিযোগ এনে আদালতে দেওয়ানী ৪৬৪/২০২২ নং মামলা করেছে ভুক্তভোগী ও ক্ষতিগ্রস্ত পরিবার।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীগণ ও মামলার বাদী ইসমাইল হাওলাদার, ইউনুছ, রাজ্জাক, শাহ আলম, নিজাম, হোসেন, সিরাজ, রিপন, হাসেন হাওলাদার অভিযোগ করে বলেন, যেহেতু খালটি প্রভাবশালী মহলের দখলে রয়েছে তাই খালের নির্ধারিত জায়গা থেকে পূর্বে সরে খনন কাজ শুরু করা হয়।
সেই কারণে খালের পূর্ব তীরে গড়ে ওঠা আমাদের ব্যক্তি মালিকানা ২০টি দোকান থেকে ইতোমধ্যে ৮টি দোকান ভাঙ্গা পড়েছে। অন্যান্য দোকানগুলিও রয়েছে হুমকির মুখে।
আদালত ২০২২ সালের ১৪ আগস্ট বিবাদীদের বিরুদ্ধে কারন দর্শানোর আদেশসহ অস্থায়ী নিশেধাজ্ঞার দরখাস্ত নিস্পত্তি পূর্ব পর্যন্ত নালিশী ভূমিতে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ প্রদান করে। অদ্যবদি বিবাদীরা কোন কারন না দর্শিয়ে কয়েকদিন যাবৎ পুনরায় খাল খনন শুরু করেছে।
অভিযোগকারীরা আরো বলেন, এদিকে বহুতল ভবন করেছে সাবেক চেয়ারম্যান হাজী নুরুল হক, আলী বক্স তপাদার, ছাত্তার শেখ। অপর দিকে মান্নান টেলিকম, আল আমিন বস্ত্রালয় এবং ধুমকেতু ক্রীড়া চক্র ও সমাজ সংঘও নির্মিত হয়েছে খাল দখল করে। প্রায় ৩ বছর পূর্বে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সহ অন্যান্য কর্মকর্তারা পরিমাপ করে খালের জমি নির্ধারণ করে।
সেই চিহ্ন অনুযায়ী মান্নান টেলিকম খালের ভিতরে। যারা ২০ ফুট জমির মালিক তারা খাল দখল করে ১০০ ফুটের মালিক হয়েছে। এখন খাল খননের জন্য আমাদের পৈত্রিক সম্পত্তিতে নির্মিত ব্যবসা প্রতিষ্ঠান ভেঙ্গে ফেলা হচ্ছে।
তারা আরো বলেন, আমাদের উপর জুলুম করা হচ্ছে। বিবাদীরা আদালতের আদেশ অমান্য করেছে। মামলা নিস্পত্তি না হওয়া পর্যন্ত আমাদের উচ্ছেদ করা বেআইন। আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। পরিবার পরিজন নিয়ে পথে বসতে হবে। আমরা উচ্চ আদালতে যাবো।