মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৭:৫০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাটপনিউজ২৪.কম-এ দেশব্যাপী জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। সরাসরি যোগাযোগ করুন -banglatopnews24@gmail.com. মোবাইল-০১৭৪৩৯৯৮৭৪১.

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির সমাবেশ ॥ দু’গ্রুপে সংঘর্ষ-ককটেল বিষ্ফোরণ

রিপোর্টার নাম
  • আপডেটের সময়: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৬৮ সময় দেখুন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রের পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন জন দাবীতে সমাবেশ হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে মঙ্গলবার বিকেলে চাঁপাইনবাব গঞ্জ পৌর পার্কে এই সমাবেশ হয়।  সমাবেশের মঞ্চে বসা ও বক্তব্য দেয়াকে কেন্দ্র করে সমাবেশ চলাকালে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ চলে প্রায় ১০মিনিট ধরে। এতে বেশকিছু নেতা-কর্মী আহত হয়।

সংঘর্ষের পর একটি গ্রুপ সমাবেশস্থল থেকে চলে যায়। কিছুক্ষন পরই পৌর পার্ক পার্শ্ববর্তী শহরের বড়ইন্দারা মোড়ের গোলচত্বরে পর পর ২টি বিকট শব্দে ককটেল বিষ্ফোরণ হয়। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ চেষ্টা করে। এসময় সমাবেশ স্থলের চেয়ার ভাংচুর করা হয় এবং ব্যানার ছিড়ে ফেলে একটি গ্রুপ। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং নেতৃবৃন্দ বক্তব্য সংক্ষিপ্ত করে সমাবেশস্থল ত্যাগ করেন।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সামরিক সচিব মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন। প্রধান বক্তা ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ্যাড. সৈয়দ শাহীন শওকত। সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহবায়ক মোঃ গোলাম জাকারিয়া।

জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব আলহাজ্ব রফিকুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহব্বায়ক এ্যাড. রফিকুল ইসলাম টিপু।

উপস্থিত ছিলেন জেলা বিএনপি, সদর উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, শিবগঞ্জ উপজেলা বিএনপির নব গঠিত কমিটির আহ-বায়ক ও নয়ালাভাঙ্গা ইউপি’র সাবেক চেয়ারম্যান আশরাফুল ইসলাম, গোমস্তাপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব এ্যাড. নুরুল ইসলাম সেন্টু, নাচোল উপজেলার বিএনপির সভাপতি এম মজিদুল হক ও সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, ভোলাহাট উপজেলা বিএন পির আহবায়ক ইয়াজদানী জজসহ জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন বিএনপি ও অংগ সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা। সম্মেলনে বক্তারা স্বৈরাচার আওয়ামীলীগ সরকার ও দোষরদের নানান কর্মকান্ডের কঠোর সমালোচনা করেন।

নুন্যতম সংস্কারের পর দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্তর্বতী সরকারের প্রতি দাবি জানান বক্তারা। বিএনপি দলের মধ্যে কোন চাঁদাবাজ, ভূমিদস্যু, দখলবাজ, টেন্ডারবাজ বা কোন সন্ত্রাসীর স্থান নেই।

সমাবেশ চলাকালে অনাকাঙ্খিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে ভবিষ্যতে যেন এমন ধরণের কোন ঘটনা না ঘটে, সেজন্য নেতা-কর্মীদের সতর্ক করেন বক্তারা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর...
© All rights reserved © ২০২৫ বাংলা টপ নিউজ ২৪
ESAITBD Sof-Lab UAE/BD