চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)’র হাতে ৩’শ গ্রাম হেরোইনসহ ২ জন মাদক কারবারী গ্রেফ-তার হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নে হায়াত মোড় এলাকা থেকে হেরোইনগুলো উদ্ধার ও ২জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে, সদর উপজেলার সুন্দরপুর বাগডাঙ্গা পশ্চিম পাড়ার মোঃ সোনার্থীর ছেলে মোঃ কামাল (৪০) এবং চরবাগডাঙ্গা গড়াই পাড়ার মোঃ সাইদুর রহমানের ছেলে মোঃ শরিফুল ইসলাম (২৮)।
জেলা পুলিশের এক প্রেসনোটে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার মোঃ রেজাউল করিম, বিপিএম-সেবা মহোদয়ের নির্দেশক্রমে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ শাহিন আকন্দ এর তত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) মোঃ ফয়সাল হাসানের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর মডেল থানার ইসলামপুর ইউনিয়নের হায়াতমোড় এলাকায় রাস্তার উপর বুধবার (২৬ ফেব্রুয়ারী সকালে অভিযান চালায়।
এসময় বাগডাঙ্গা পশ্চিমপাড়ার মোঃ কামাল এবং চরবাগডাঙ্গা গড়াই-পাড়ার মোঃ শরিফুল ইসলাম এর কাছ থেকে ৩০০ গ্রাম হেরোইন মাদক দ্রব্য উদ্ধার করা হয়। এঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।