রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শৈতোৎসব ও পিঠাপুলি মেলা ১৪৩১ শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ মাঠে অনুষ্ঠিত এ মেলা ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে।বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) মেলার উদ্বোধন করেন রাবি উপাচার্য প্রফেসর ড. সালেহ হাসান নকীব। মেলায় থাকবে বিভিন্ন পণ্যদ্রব্য প্রদর্শন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। রাবির বিভিন্ন গানের দলের পাশাপাশি দেশ সেরা ফোক, বাউল, কাওয়ালী শিল্পীদের মনোমুগ্ধকর আসর থাকবে।রাবি উপাচার্য প্রফেসর ড. সালেহ হাসান নকীব অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে বলেন, আয়োজনটি বেশ ভালো হয়েছে। আশা করবো সবাই আইনশৃঙ্খলার বিষয়ে নজরে রাখবে। আমি মনে করি আমাদের ছাত্রছাত্রী এবং এখানে যারা উপস্থিত আছেন সবাই অনুষ্ঠান উপভোগ করবে। রাবি ছাত্র উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলাম কনক বলেন, আমরা সবাই সচেতন থেকে এ অনুষ্ঠান উপভোগ করবো। আমি এই অনুষ্ঠানের সাফল্য কামনা করছি।