জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। এই উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা হয়েছে। ‘তোমার আমার বাংলাদেশে-ভোট দিব সবাই মিলেমিশে’-শ্লোগানে রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়।
বের হওয়া র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশা-সকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাকিব হাসান তরফদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা নির্বাচন অফিসার রেজাউল করিম, অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার শহিদুল ইসলাম প্রামানিক, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাচন অফিসার মোঃ আসাদুজ্জামান।
উপ-পরিচালক ইসলামিক ফাউন্ডেশন, এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় রেজিষ্টার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চাঁপাইনবাবগঞ্জ জেলার আহবায়ক মো: আব্দুর রাহিম, বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের প্রধানগণসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম এর সুপারভাইজারগণ উপস্থিত ছিলেন।