মানিকগঞ্জের সাটুরিয়ায় ব্যথার যন্ত্রণা সহ্য করতে না পেরে এক বৃদ্ধা ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (০৬ মার্চ) দুপুরে উপ-জেলার বালিয়াটি ইউনিয়নের হাজিপুর দেওনাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধার নাম ছামেলা বেগম। সে দেওনাপাড়া গ্রামের সামছুল হকের স্ত্রী।
পরিবারিক সূত্র জানায়, ছামেলা বেগম দীর্ঘদিন যাবৎ হৃদরোগসহ নানা জটিল রোগে ভোগ ছিলেন। বৃহস্পতিবার দুপুরে ব্যথার যন্ত্রণা সহ্য করতে না পেরে নিজের ঘরের পাশের গোয়াল ঘরের আড়ার সঙ্গে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।