মানিকগঞ্জের সাটুরিয়ায় ডেভিল হান্ট অপারেশনের ৩০তম দিনে মোঃ লিটন (৪২) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে সাটুরিয়া থানা পুলিশ। শনিবার (৯ মার্চ) রাতে হরগজ দক্ষিণ পাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মোঃ লিটন সাটুরিয়া থানার হরগজ ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক, হরগজ দক্ষিণ পাড়া গ্রামের মৃত আফাজ উদ্দিন বেপারীর ছেলে।
পুলিশ জানান, ৫ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর ১৩ আগস্ট মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বিজয় মিছিলের সময় দড়গ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অপর দিকে এ ঘটনাকে কেন্দ্র করে ৭ সেপ্টেম্বর বিএনপি’র নেতা মো: শাহিন খান বাদি হয়ে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের ৩৮জন নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত ২০/২৫ জনকে আসামী করে সাটুরিয়া থানায় মামলা করেন। উক্ত মামলায় তার সংশ্লিষ্টতা পাওয়ায় গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ।
পুলিশ জানায়, সারা দেশব্যাপী ডেভিল হান্ট অপারেশনের ত্রিশতম দিনে সাটুরিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ শনিবার রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেছে।
সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুল ইসলাম জানান, ডেভিল হান্ট অপারেশনে যুবলীগ নেতা মোঃ লিটনের দরগ্রাম মামলার সংশ্লিষ্টতা পাওয়ায় গ্রেপ্তার করা হয়েছে।