নিজস্ব প্রতিনিধি ॥ মাদক বিরোধী অভিযানে চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৩ বিজিবি’র হাতে ভারতীয় হেরোইন ও ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে।
শুক্রবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে রাজশাহী জেলার গোদাগাড়ী সীমান্ত এলাকা গোদাগাড়ী থানার গোদাগাড়ী ইউ-নিয়নের মহিষালবাড়ী থেকে ০.২০৫ কেজি ভারতীয় হেরোইন এবং ০৫ বোতল ফেন্সি-ডিলসহ আটক হয় রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার মহিষালবাড়ী গ্রামের মোঃ শহিদুল ইসলামের ছেলে মোঃ নাসির উদ্দিন (২৮)।
চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মনির-উজ-জামান পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করে শুক্রবার দিবাগত গভীর রাতে এক প্রেসনোটে জানান, গোদাগাড়ী বিওপির একটি টহলদল ১৭ জানুয়ারি রাত সাড়ে ৯টার দিকে রাজশাহী জেলার গোদাগাড়ী থানার মহিষালবাড়ী গ্রামে নিয়মিত টহল পরিচালনা করে।
এসময় গোপন তথ্যের ভিত্তিতে মহিষালবাড়ী শাহসুলতা মাদ্রাসা মাঠের পার্শ্বে মাদক বিক্রির খবর পেয়ে টহলদল দ্রুত উক্ত স্থানে উপস্থিত হয়। টহলদলের উপস্থিতি বুঝতে পেরে মাদক ব্যবসায়ী দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
পরবর্তীতে টহলদল ধাওয়া করে মোঃ নাসির উদ্দিন কে ০.২০৫ কেজি ভারতীয় হেরোইন এবং ০৫ বোতল ফেন্সিডিলসহ আটক করতে সক্ষম হয়। আটককৃত আসামীর বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে জব্দকৃত হেরোইন ও
ফেন্সিডিলসহ গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়ন সীমান্ত এলাকায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সর্বদা সচেষ্ঠ রয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান ৫৩ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মনির-উজ-জামান পিএসসি।