শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১১:৪৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাটপনিউজ২৪.কম-এ দেশব্যাপী জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। সরাসরি যোগাযোগ করুন -banglatopnews24@gmail.com. মোবাইল-০১৭৪৩৯৯৮৭৪১.

সাটুরিয়ায় মোটরসাইকেল চাপায় গৃহবধূ নিহত

মোহাম্মদ নজরুল ইসলাম
  • আপডেটের সময়: শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ৮৭ সময় দেখুন

মানিকগঞ্জের সাটুরিয়ায় মোটরসাইকেল চাপায় এক গৃহবধূ নিহত হয়েছেন। শুক্রবার (১৪ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে মানিকগঞ্জ-সাটুরিয়া সড়কের তিল্লি ইউনিয়নের পশ্চিম চর তিল্লি বোবার মোড় এলাকায় এই ঘটনা ঘটে। নিহত গৃহবধুর নাম সুফিয়া বেগম (৩৮)। তিনি উপজেলার পশ্চিম চরতিল্লি গ্রামের হোসেন আলীর স্ত্রী।

জানা যায়, শুক্রবার রাতে উপজেলার মানিকগঞ্জ-সাটুরিয়া সড়কের বোবার মোড় এলাকায় রাস্তা পার হচ্ছিলেন সুফিয়া। এই সময় একই এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে বিজয় মিয়া (১৭) সুফিয়া বেগমকে মোটরসাইকেল চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় এলাকাবাসী এগিয়ে এসে তাকে উদ্ধার করে দ্রুত মানিকগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এখনো কোনো অভিযোগ পাইনি। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর...
© All rights reserved © ২০২৫ বাংলা টপ নিউজ ২৪
ESAITBD Sof-Lab UAE/BD