মানিকগঞ্জের সাটুরিয়ায় মায়ের চিকিৎসার টাকা জোগাড় করতে না পারায় এক যুবক গলায় ফাসঁ দিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার (১৮ মার্চ) ভোর রাতে উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের রাইল্লা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন (৫৫) অত্র গ্রামের কিয়াজুদ্দিনের ছেলে ।
পুলিশ ও প্রতিবেশী সূত্রে জানা যায়, আনোয়ার হোসেনের মাতা সেতেরা বেগম, দীর্ঘদিন যাবত ডায়াবেটিসে ও হার্ট এর রোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। তার মার চিকিৎসা বাবদ অনেক টাকা প্রয়োজন। মায়ের চিকিৎসার টাকা জোগার করতে না পারায় আনোয়ার মানুসিক ভেঙ্গে পড়েন। তদুপরি, এই নিয়ে স্ত্রীর সাথে মনোমালিন্যতা হলে নিজ ঘরে ফ্যানের হ্যাঙ্গার এর সাথে ফাসঁ দিয়ে আত্মহত্যা করেন।
বিষয়টি, নিশ্চিত করে সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. শাহিনুল ইসলাম বলেন, আনোয়ার হোসেন সোমবার রাত আনুমানিক তিন ঘটিকার আত্মহত্যা করেন। খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানোর হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট অনুয়ায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।